
সিএন নিউজ ডেস্কঃ
“নুরজাহান ফাউন্ডেশন বাংলাদেশ” একটি পরিবেশ উন্নয়ন ও সমাজ কল্যানমুলক অলাভজনক সংগঠন। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাগুলোর মধ্য থেকে ১৩ ও ১৬ নং লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করে যাচ্ছে। প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে সমাজের সর্বস্তরের মানুষের অংশ গ্রহনের মাধ্যমে দেশব্যপী একটি সামাজিক গনসচেতনতা আন্দোলন পরিচালনা করছে। করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সংস্থাটি দেশব্যপী বিনামূল্যে মাস্ক বিতরণ কর্মসূচি ঘোষনা করে। ইতিমধ্যে ঢাকা, কিশোরগঞ্জ, দিনাজপুর, নোয়াখালি, লক্ষীপুর, বরগুনা, হবিগঞ্জ সহ বিভিন্ন জেলায় এ কর্মসূচি পালিত হয়েছে ও পর্যায়ক্রমে সকল জেলায় কর্মসূচী পালিত হবে। এরই অংশ হিসেবে ভোলার দৌলতখান উপজেলায় সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়। নুরজাহান ফাউন্ডেশন এর চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ শাহাদাত হোসেনের তত্ত্বাবধানে ও ভোলা ইউনিট প্রতিনিধি ফজলে রাব্বির পরিচালনায় এ বিতরণ কর্মসূচীতে সর্বাত্বক সহযোগিতা করেন সামাজিক ও পরিবেশবাদী সংগঠন ”গ্রীন আই” এর সভাপতি এবং পরিচালকরা, সভাপতি ইসহাক নোমান এছাড়াও মারুফ, আহমেদ হাসনাইন আহমেদ তুহিন, প্রান্ত বিশ্বাস, , আনরিন চৌধুরী, ফজলে রাব্বি, আছিব আহমেদ, সোহেল, শান্ত, নাহিদ,আনোয়ার,শাহরুখ প্রমুখ উক্ত কর্মসূচীতে অংশগ্রহন করেন। সচেতনতাই এ ভাইরাস থেকে মুক্তির এখন পর্যন্ত একমাত্র উপায় তাই পরিষ্কার-পরচ্ছিন্ন থাকা, সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়া, বিনা কারনে ঘর থেকে বের না হওয়া, ও সামাজিক দুরত্ব বজায় রাখতে সর্বসাধারণের প্রতি আহবান করা হয়। এ ছাড়াও পরিবেশেরে ভারসাম্য রক্ষার জন্য বেশি বেশি গাছ লাগানো এবং উপকূলে সবুজ বেস্টনি তৈরির জন্য ফাউন্ডেশনের বৃক্ষ্যরোপন কর্মসূচীতে সহায়তাদানে বিত্তবানদের সহ সকলের প্রতি বিশেষ অনুরোধ করা হয়।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৪ মন্তব্য
Pingback: explore the post
Pingback: ข่าววิทยาศาสตร์
Pingback: BET777 Casino เว็บตรงคาสิโนสัญชาติเนเธอร์แลนด์
Pingback: diana deluxe wall fireplace