প্রচ্ছদ / কুমিল্লা ও নাঙ্গলকোট / ‘দ্যা ফ্রেন্ড অব হিউম্যানিটি’ পদক পেলো নোবিপ্রবি উপাচার্য

‘দ্যা ফ্রেন্ড অব হিউম্যানিটি’ পদক পেলো নোবিপ্রবি উপাচার্য

মাইনুদ্দীন পাঠান (সিএন নিউজ নোবিপ্রবি প্রতিনিধি)

জাপান ভিত্তিক বিশ্বব্যাপী বৌদ্ধদের সংগঠন তকুরঞ্জি এশিয়ান বুদ্ধিস্ট পিস অ্যাওয়ার্ড -২০১৯ এর ‘দ্যা ফ্রেন্ড অব হিউম্যানিটি’ পদক পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান।

সংগঠনটি রোববার (০৭ এপ্রিল ২০১৯) জাপানের নাগোয়ায় তকুরঞ্জি টেম্পলে আয়োজিত এক অনুষ্ঠানে মাননীয় উপাচার্যকে এ সম্মাননা পদকে ভূষিত করে। প্রতিবছর গৌতম বুদ্ধের জন্মোৎসব উপলক্ষে সপ্তাহব্যাপী ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সারা বিশ্বের নানা প্রান্ত থেকে স্কলাররা যোগ দেন।

মানবাধিকার, ধর্মীয় সংখ্যালঘু বিশেষ করে বৌদ্ধ, খ্রিস্টান ও হিন্দু সম্প্রদায়ের অধিকার সুরক্ষা এবং দরিদ্র ও সুবিধাবঞ্চিত নারীর উন্নয়নে অবদান রাখার জন্য প্রতিবছর একজন স্কলারকে ‘দ্যা ফ্রেন্ড অব হিউম্যানিটি’ পদক দেয়া হয়। এবার এ পদকটি পেলেন নোবিপ্রবি’র মাননীয় উপাচার্য।

নোবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান এ পদকটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধে নিহত শহিদদের প্রতি উৎসর্গ করেন।

You have got

Once you’ve decided on the length of the essay available that you want to buy, it’s time to pick from several essays that

In some courses, they may need

It is going to also help you to compose an affordable-papers.net essay in a better way since you’re able to use this information to be certain you are using appropriate grammar and language.

to write and submit a different set of term papers in order to complete all of the requirements of their course.

are available.

a great deal of time in your hands to prepare yourself and can decide on your own academic training regime, however unlike some other athlete, you also come face-to-face with uncertainty and anxiety of supreme results.

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …

৩ মন্তব্য