প্রচ্ছদ / প্রচ্ছদ / ধান কেটে অসহায় কৃষকদের পাশে ভবানীপুর ইউনিয়ন ছাত্রলীগ

ধান কেটে অসহায় কৃষকদের পাশে ভবানীপুর ইউনিয়ন ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক

বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাসে সারাদেশ যখন বিপন্ন তখনও থেমে নেই ছাত্রলীগের মানবিক কার্যক্রম।

কৃষক বাঁচলে, বাঁচবে দেশ, শেখ হাসিনার বাংলাদেশ স্লোগান নিয়ে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ১৩ নং ভবানীপুর ইউনিয়ন ছাত্রলীগ দারিদ্র্য কৃষকদের ধান কাটা কর্মসূচি পালন করেছে।

শনিবার (৯ মে) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃষক বাঁচাও দেশ বাঁচাও এই কার্যক্রমকে সফল করতেই ১৩ নং ভবানীপুর ইউনিয়ন ছাত্রলীগ এর সভাপতি হুমায়ুন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু হানিফ রিপন এর নেতৃত্বে কৃষকের ধান কাটা হয়। পৃথকভাবে দুজনের নেতৃত্বে ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ড ছনকান্দা ও যমুনারপাড়ে এ ধান কাটা হয়।

ইউনিয়ন ছাত্রলীগের অর্ধ শত কর্মীরা অসহায় কৃষকদের পাশে থেকে ধান কেটে বাড়ী পর্যন্ত পৌঁছে দেয়। এ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হুমায়ুন আহমেদ।

ভবানীপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হুমায়ুন আহমেদ বলেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও কৃষক বাঁচাও দেশ বাঁচাও এই কার্যক্রমকে সফল করতেই আমরা ছাত্রলীগের কর্মীরা এই করোনাকালে অসহায় কৃষকদের পাশে দাঁড়িয়েছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …

৫ মন্তব্য