
নিজস্ব প্রতিবেদক
বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাসে সারাদেশ যখন বিপন্ন তখনও থেমে নেই ছাত্রলীগের মানবিক কার্যক্রম।
কৃষক বাঁচলে, বাঁচবে দেশ, শেখ হাসিনার বাংলাদেশ স্লোগান নিয়ে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ১৩ নং ভবানীপুর ইউনিয়ন ছাত্রলীগ দারিদ্র্য কৃষকদের ধান কাটা কর্মসূচি পালন করেছে।
শনিবার (৯ মে) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃষক বাঁচাও দেশ বাঁচাও এই কার্যক্রমকে সফল করতেই ১৩ নং ভবানীপুর ইউনিয়ন ছাত্রলীগ এর সভাপতি হুমায়ুন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু হানিফ রিপন এর নেতৃত্বে কৃষকের ধান কাটা হয়। পৃথকভাবে দুজনের নেতৃত্বে ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ড ছনকান্দা ও যমুনারপাড়ে এ ধান কাটা হয়।
ইউনিয়ন ছাত্রলীগের অর্ধ শত কর্মীরা অসহায় কৃষকদের পাশে থেকে ধান কেটে বাড়ী পর্যন্ত পৌঁছে দেয়। এ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হুমায়ুন আহমেদ।
ভবানীপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হুমায়ুন আহমেদ বলেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও কৃষক বাঁচাও দেশ বাঁচাও এই কার্যক্রমকে সফল করতেই আমরা ছাত্রলীগের কর্মীরা এই করোনাকালে অসহায় কৃষকদের পাশে দাঁড়িয়েছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৫ মন্তব্য
Pingback: Functional mushrooms Canada
Pingback: หาแม่บ้าน
Pingback: Aster Dex Trading
Pingback: clothing manufacturer
Pingback: 一次性電子煙