প্রচ্ছদ / খুলনা / নড়াইলে মনিকা লতা একাডেমির ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নড়াইলে মনিকা লতা একাডেমির ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক ।

নড়াইলে মনিকা একাডেমির ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবি-সাহিত্যিকদের স্বরচিত কবিতা পাঠ, ছোটগল্প লেখা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় একাডেমী কার্যালয়ে ভাইরাসের কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিত আকারে এসব অনুষ্ঠান পালিত হয়।

অনলাইনে ও ফেসবুক আইডির মাধ্যমে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবি-সাহিত্যিকদের স্বরচিত কবিতা ছোটগল্প লেখা ও কুইজ প্রতিযোগিতা ফলাফল ও ফলাফল ঘোষণা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক সবুজ সুলতান। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন নড়াইল মনিকা একাডেমির উপদেষ্টা সুলতানা রাজিয়া মনিকা বাংলা ক্লাবের সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান ক্লাবের সহ-সভাপতি ও নড়াইল কালেক্টরেট স্কুলের অধ‍্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ উজির আলী, শাহাবাদ ইউপি সদস‍্য বরকত হোসেন, একাডেমীর ইসলামী সংগীত বিভাগের সহকারী প্রশিক্ষক সুরাইয়া শারমিন বন্যা, মনিকা বাংলা ক্লাব এর অর্থ ও দপ্তর সম্পাদক কবি জান্নাত হাকিম ও মোঃ আজিজুল হাকিম প্রমুখ।

উল্লেখ্য, ২০১৪ সালের ১৩ জুন নড়াইল শহরে মনিকা লতা একাডেমীর চিত্রাংকন, আবৃত্তি ও ইসলামী সংগীত বিভাগ নিয়ে যাত্রা শুরু হয়। বর্তমানে সহযোগী সংগঠন হিসেবে মনিকা বাংলা ক্লাব, একাডেমি মিনি লাইব্রেরী,
ও সবুজকণ্ঠ নামে একটি সাহিত্য পত্রিকা রয়েছে।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …