আবু তাহের সাগর , সিএন নিউজ কুবি প্রতিনিধি:
অবশেষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি)’র ইংরেজি নামে পরিবর্তন এনেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
Comilla University এর পরিবর্তে Cumilla University নামটি এখন থেকে বিশ্ববিদ্যালয়ের সব কাজে ব্যবহার করা হবে। বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার বিপ্লব মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, গত ২/৪/২০১৮ খ্রি. নিকার এর ১৩৫ তম বৈঠকে কুমিল্লা জেলার ইংরেজি বানান Comilla এর পরিবর্তে Cumilla হিসেবে সংশোধন করা হয়েছিল। তারই ধারাবাহিকতায় ২৫/২/২০১৯ খ্রি. বিশ্ববিদ্যালয়ের ৭২ তম সিন্ডিকেট সভায় নাম পরিবর্তনের এই সিদ্ধান্ত গৃহীত হয়।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৭ মন্তব্য
Pingback: Ricco888
Pingback: Buy Villa Phuket
Pingback: computer shop hyderabad
Pingback: 78win
Pingback: แทงมวยเว็บไหนดี ต้องที่ LSM99
Pingback: หาโรงงานจีน
Pingback: UoBilad Alrafidain