ময়মনসিংহ প্রতিনিধিঃ
শিশু জন্ম নিলে পরিবারের সকলের মুখেই ফুটে আনন্দের ছাপ। সন্তানের কপালে একবার চুম্বন করে মা ভুলে যায় তাঁর প্রসব যন্ত্রণা, বাবা বুনে স্বপ্নের নতুন জাল। কিন্তু সবার কপালেই কি জুটে এমন ভালোবাসা? কিছু শিশুর জন্ম ছদ্মবেশী ভদ্র সমাজের চোখে অভিশাপ। তাই জন্মের পর মায়ের ভালোবাসা বা বাবার কোলে শুয়ে পৃথিবীটাকে দেখা হয় না। তাদের জায়গা হয় কোন ডাস্টবিনে নয়তো রাস্তার পাশে, পরিণত হতে হয় শেয়াল কুকুরের খাবারে। অথবা মুহূর্তের আনন্দের অনাকাঙ্ক্ষিত ফসলটাকে হত্যা করা হয় নিশ্বাস রুদ্ধ করে। এমনটাই হয়েছিল ফুলপুরে পড়ে পাওয়া অজ্ঞাত এই শিশুটির ক্ষেত্রে। উল্লেখ্য গত শুক্রবার ভোরে ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের মোকামিয়া গ্রামে রাস্তার পাশে এক অজ্ঞাত শিশু পাওয়া যায়। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম, ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইমারত হোসেন গাজীসহ উপজেলা ও জেলা সমাজসেবা অফিসের কর্মকর্তাগণ ঘটনাস্থল উপস্থিত হয়ে নবজাতকটিকে উদ্ধার করে ফুলপুর উপজেলা হাসপাতালে ভর্তি করেন। পরে প্রশাসনের তত্ত্বাবধানে শিশুটিকে আদালতে নেওয়া হয়। অবশেষে পারিবারিক আদালতের নির্দেশে শিশুটিকে নতুন পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আদালত কর্তৃক নিযুক্ত অভিভাবক (দত্তক) পিতামাতা দুজনেই সরকারের প্রথম শ্রেণীর কর্মকর্তা। আদালতের নির্দেশে বলা হয়, অভিভাবকের নাম প্রকাশ করা যাবে না এবং শিশুর নামে ২৫ লক্ষ টাকার এফডিআর ও ৮ শতাংশ জমি লিখে দিতে হবে।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৫ মন্তব্য
Pingback: Christian Self Help
Pingback: share like and more
Pingback: คลินิกปรับรูปหน้า นางลิ้นจี่
Pingback: nv casino app
Pingback: บาคาร่าเกาหลี