প্রচ্ছদ / নাঙ্গলকোট / নতুন প্রজন্মের এক মানবপ্রেমী তরুণ্যের গল্প!

নতুন প্রজন্মের এক মানবপ্রেমী তরুণ্যের গল্প!

কুয়াশাভেজা মিষ্টি সকালে মন চাই কিছু লিখতে ভোরের এ কুয়াশার ফাঁকে সূর্যের উঁকিঝুঁকি বলে যায় শুভ সকাল জন্মে ছিল এক তরুণ ২৪-আগস্ট, ১৯৯৯ সালে মায়ের কোল আলো করে মায়ের প্রথম স্পর্শ প্রথম ভালোবাসা প্রথম অনুভূতি সেটা সব সন্তান অনুভব করে।

তরুণ্য ছিল বাবা মার প্রথম সন্তান,
আদরে করে নাম রেখে ছিল ফয়সাল হোসেন বাপ্পি। ওরা দুইভাই আর খুনসুটি করার জন্য ছোট একটা রাজকুমারী বোন, বাবা ক্ষুদ্র ব্যবসায়ীক, পরিবার টা নিম্নবিত্ত মা বাবা ভাইবোন দের নিয়ে খুব সুখে দিন কাটায় বাপ্পি, গ্রামের বাড়ি টা নাঙলকোট উপজেলা হলেও আজ বাপ্পি লাকসামের ছেলে হিসাবে পরিচিত, পড়ালেখার তাগিদে বড় হয়ে উঠা লাকসামে।

এইচ এস সি উত্তীর্ণ কুমিল্লা সরকারি কলেজে, বর্তমানে চট্টগ্রাম সরকারি সিটি কলেজে, বাপ্পি ইচ্ছে ছিল কিছু করে দেখাবে। বন্ধুরা মিলে হুট করে একটা আইডিয়া করে, ওরা রক্ত দিবে,
অসহায় মানুষের ভিড়ে ওদের খুঁজে বের করবে।

এভাবে ছোটখাটো ভাবে ওদের কাজ শুরু করা হলো ২৯ মে ২০১৭ সাল থেকে,
আজ সে বন্ধুরা মিলে করা কাজের নাম দেওয়া হলো, ভিক্টোরিয়া অফ হিউমিনিটি অর্গানাইজেশন (মানবতার জয়) আজ সেই সংগঠন একটু একটু করে বিশাল হয়ে উঠেছে, যেখানে এখন বর্তমানে ১৫ জন কার্যকরী সদস্য— ১০০ জন সাধারণ সদস্য—- ৫০০ জন রক্তদাতা সদস্য—- আজ মানবতার কাজ করার দিক দিয়ে কোনো কমতি রইলো না বাপ্পি আর সংগঠন প্রথম লাইনে Victory of Humanity organization।

রক্ত যুদ্ধারা এখন অসহায় মানুষ কে রক্ত দিতে প্রস্তুত। মানুষের পাশে দাঁড়াতে প্রস্তুত। ওরা বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন দিবসে ভিবিন্ন রকমের আয়োজন করে থাকে, ওদের কিছু করার মাঝে রইয়ে যায় অন্য রকম কিছু ভাব।
যা মানুষকে মুগ্ধ করে।

এক তরুণ্যের সাহসিকতা আজ হাজার হাজার তরুণ্য মাঝপথে সাহায্য হাত বাড়াতে চাই। যে সময় খেলাধুলা কিংবা অন্য কিছু করে কাটিয়ে দেওয়ার কথা।
সে তরুণ্যেরা আজ কোথায় শীতবস্ত্র দেওয়া লাগবে, স্কুলে পত্রিকা বিতরণ
পুকুরের মাছ চাষ গাছ রোপণ করা,
বিপদে পড়া মানুষকে অর্থ দিয়ে সাহায্য করা, রক্ত খুঁজে দেওয়া ইত্যাদি
কাজ নিয়ে ব্যস্ত।

আজ বাপ্পি সবার চোখে এক পরিপূর্ণ মানবতা প্রেমি এক সাহসী তরুণ্য।
Victory of Humanity organization কাজ করার সকল বাপ্পি কে জানাই সালাম শ্রদ্ধা অভিনন্দন আর প্রাণ ঢালা শুভেচ্ছা, স্যালুট বাপ্পি ভাইয়েরা।

এরকম মধ্য নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসুক লক্ষ লক্ষ তরুণ।
বাপ্পি ও সংগঠনে সকল তরুণ্য বাপ্পি দের জন্য দোয়া চাই আপনাদের কাছে।

একদিন লাকসামে নক্ষত্র হিসাবে খুঁজে পাবে ওদেরকে সবাই,,
যারা এরকম তরুণ্যদের সাহসিকতা যোগায় তাদের জানাই সাধুবাদ ও শ্রদ্ধা।
জয় হোক মানবতার।

লেখিকাঃ- আফরোজা ইসলাম লিপি।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …