কুমিল্লার নাঙ্গলকোট স্বপ্নচূড়া রিসোর্টে “সত্য ও সুন্দর আগামীর প্রত্যাশায় ” এই স্লোগানকে সামনে রেখে অরাজনৈতিক, সামাজিক ও সেবামূলক, শিক্ষা, পরিবেশ বিষয়াক সংগঠন ‘ নবজাগরণ সমাজকল্যাণ সংস্থার অাত্মপ্রকাশ।
উক্ত সভায় আগামী ২ মাসের জন্য মো: ওমর ফারুক আল নিজামীকে আহ্বায়ক ও কে এম ফয়সাল আহমেদকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়,
উক্ত সভায় উপস্থিত ছিলেন নবজাগরণ সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠা মোহাম্মদ আব্দুল হান্নান,
প্রধান মেহমান দূর্বার বাংলা ট্যুরিজমের সভাপতি, গোমতি ডিজিটাল প্রেসের সত্বাধিকারী এমরান হোসাইন বাপ্পি, আনন্দ সংঘের প্রধান সমন্বয়ক, সার্ক মানাবাধিকার চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সদস্য মোহাম্মদ সফিউল ইসলাম জিয়া,দাউদপুর প্রবাসী সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মো: রিজওয়ান মজুমদার গিলবাট সহ নবজাগরণ সমাজকল্যাণ সংস্থার সদস্যবৃন্দ।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৬ মন্তব্য
Pingback: jokacasino
Pingback: เน็ต ais
Pingback: sfbet24
Pingback: sweetbonanzaapp.pl
Pingback: ดูหนังเมียจริงไร้ชื่อ เมียปลอมได้ใจ ฟรี
Pingback: uv roller coating machine