শরিফ উদ্দিন ভুঁইয়া ।
পহেলা বৈশাখ বাঙ্গালি জাতির জন্য গৌরবের।
বাঙ্গালি যেমন শান্তিপ্রিয় জাতি, শান্তির জন্য সন্ত্রাস ও মাদক সহ যেকোন অনাচারের বিরুদ্ধে সোচ্চার থেকেছে সবসময়, তারই ধারাবাহিকতায় স্বপ্নবাজ পরিবার আজকে নববর্ষের ব্যতিক্রমি আয়োজনে, ধর্ষকদের নির্মূলে আলোচনা ও মতামত বিনিময় করে, ঢাকা, আশুলিয়ায়।
উক্ত আলোচনায় স্বপ্নবাজ প্রেসিডেন্ট খাদিমুল ইসলাম দিনার বলেন, “ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েই, ধর্ষকদের নির্মূল করতে হবে। বাংলাদেশে সন্ত্রাস ও জঙ্গীবাদের যেমণ ঠাঁই নাই, সঠিক বিচার হলে ধর্ষণকেও নির্মূল করা সম্ভব হবে। নববর্ষ পুরো বাঙ্গালি জাতির জন্য কল্যান বয়ে আনবে এই প্রত্যাশা করে স্বপ্নবাজ পরিবার”।
স্বপ্নবাজ মিনারুল ইসলাম মানিক বলেন, “ধর্ষকদের শাস্তির আওতায় এনে সর্বোচ্চ সাজা দিতে হবে”।
উক্ত মত বিনিময়ে আরো উপস্থিত ছিলেন স্বপ্নবাজ; রুবায়েদ, মুন্না, আছিফ, রাজন, আলমগীর, হাবিব সহ আরো অনেকেই।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৬ মন্তব্য
Pingback: visit
Pingback: รับทำการตลาด
Pingback: girne escort
Pingback: คาสิโนauto สะดวก ปลอดภัย เชื่อถือได้ 100%
Pingback: https://glory-kazino.com.kz/main
Pingback: Model Spoor Club Achterhoek