সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানের আলীকদমে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) কাজী রকিব উদ্দীনের সাথে আলীকদম পল্লী চিকিৎসক কল্যাণ এসোসিয়েশন এর সদস্য দের ফুলের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিবাল ২ টা ৩০ মিনিটের সময় শুভেচ্ছা বিনিময় কালে উপস্থিত ছিলেন আলীকদম পল্লী চিকিৎসক কল্যাণ এসোসিয়েশন এর সম্মানিত সভাপতি এস,এম সরোয়ার আলম,আলীকদম পল্লী চিকিৎসক কল্যাণ এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক স্বপন কান্তি দাশ, আলীকদম বাজার ব্যবসায়ী সমিতি ও পল্লী চিকিৎসক কল্যাণ এসোসিয়েশন এর কোষাধ্যক্ষ কায়েস উদ্দীন, আলীকদম বাসর্টার মিনাল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও পল্লী চিকিৎসক কল্যাণ এসোসিয়েশন এর আইন সম্পাদক রফিকুল ইসলাম ও আলীকদম পল্লী চিকিৎসক কল্যাণ এসোসিয়েশন সমিতির নেতৃবৃন্দ। পল্লী চিকিৎসকদের সাথে শুভেচ্ছা বিনিময় কালে নবাগত (ওসি) কাজী রকিব উদ্দীন বলেন( L.M.F) পল্লী চিকিৎসক পেশা একটি জনসেবামূলক পেশা।সঠিক ভাবে রোগ নির্ণয় করে ভাল করে গুণগত মানে চিকিৎসা সেবা দেওয়ার আহব্বান জানান। তিনি আরো বলেন বর্তমান সময়ে সারাদেশে ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেশি তাই আলীকদমে ডেঙ্গু রোগের বিষয়ে জনসচেতনতার জন্য কাজ করতে বলেন।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৩ মন্তব্য
Pingback: สินค้ากิฟฟารีน
Pingback: เน็ตบ้าน ais
Pingback: clothing manufacturer