সিনিয়র রিপোর্টার সিএন নিউজ টোয়েন্টিফোর:-
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়নের আজিয়া পাড়া গ্রামে ৯০ টি আসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলো গ্রামের কিছু প্রবাসী যুবকদের সমন্বয়ে গঠিত সংগঠন ‘প্রবাসী কল্যাণ সংঘ’।খবর নিয়ে জানা যায় করোনা বিপর্যয়ের সময় গ্রামের অসহায় মানুষের কথা চিন্তা করে এই প্রবাসী কল্যাণ সংঘ এমন একটি উদ্যোগ গ্রহণ করেছে। তারা কয়েকজন মিলে প্রায় লক্ষাধিক টাকার একটি ফান্ড গঠন করে।পরবর্তীতে গ্রামের আরো কিছু যুবককে সাথে নিয়ে তারা তাদের কার্যক্রম শুরু করে।সর্বশেষ এর জের ধরে ১৫ই মে রোজ শুক্রবার তারা তাদের ঈদ উপহার সামগ্রী গুলো অসহায় মানুষের ঘরে ঘরে গিয়ে পৌঁছে দেয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল,ডাল,আলু,পেঁয়াজ,তেল,রসূন,সেমাই,চিনি,দুধ,কিসমিস,বাদাম,সাবান সহ প্রায় ১৮ কেজি সামগ্রী।
করোনা বিপর্যয়ে যখন সকলের স্বাভাবিক কাজ কর্ম বন্ধ,ঠিক তখনই তাদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে গ্রামবাসী।দীর্ঘদিন কোন রোজকার না থাকা এক দিনমজুর বলেন, “পোলা মাইয়া লইয়া খুব বিপদে পড়ে গেছিলাম।নিজের ও পরিবারের জন্য দুবেলা খাবার জোগাড় করতেই অবস্থা খারাপ হইয়া যাচ্ছিল,থাকতো ঈদ!তাদের এই উপহার সামগ্রী পাইয়া সত্যিই অনেক উপকার হইলো।আল্লাহ তাদের মঙ্গল করুক।”
‘প্রবাসী কল্যাণ সংঘ’-র এক অন্যতম সদস্য সিএন নিউজকে বলেন,”এলাকার প্রতি দায়বদ্ধতা থেকে আমরা এমন একটি উদ্যোগ গ্রহণ করেছি।ইনশাআল্লাহ আগামীতেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।” তিনি আরোও বলেন,”এই কাজের সাথে সম্পৃক্ত আমার সকল প্রবাসী ভাইকে আমি আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই।এছাড়াও আমাদের গ্রামের কিছু যুবক এই উদ্যোগকে সফল করার লক্ষে অর্থ ও শ্রম প্রদান করেছে। তারা না থাকলে আমাদের কাজটি এত সহজ হতো না।আমি তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করি। “
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৩ মন্তব্য
Pingback: Buy magic mushrooms online in Oregon USA
Pingback: kasyno na prawdziwe pieniądze
Pingback: เสริมจมูกที่จีน