মহসিনুর রহমান সজিবঃ-
করোনা সংকট পরিস্থিতিতে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আদ্রা উত্তর ইউনিয়নের আদ্রা গ্রামের মৌলভী ফাউন্ডেশন ও ঊষার আলো সামাজিক সংগঠনের উদ্যোগে গ্রামের প্রায় ৩০ জন গরিব অসহায় দরিদ্রের মাঝে ১০কেজি চাউল বিতরন করা হয়।
এতে করে তাদের কিছুটা ক্ষুধার লাগাম কাটবে বলে মনে করেন সংঘঠনের সদস্যরা। এছাড়াও আর্থিক সহযোগিতা করেন মৌলভী ফাউন্ডেশনের সদস্য আলহাজ্ব মহী উদ্দিন খান, সভাপতি মৌলভি ফাউন্ডেশন, (ম্যানাজার আল-আরাফাহ ইসলামী ব্যাংক লাকসাম শাখা) ডাক্তার হারুন অর রশিদ, ডাক্তার আবুল হাসনাত পলাশ, গিয়াস উদ্দিন, মাহফুজুর রহমান এম এ, প্রমুখ।
বিতরণ কার্যক্রম পরিচালনা করেন মহসিনুর রহমান সভাপতি ঊষার আলো সামাজিক সংগঠন, এবং সার্বিক সহোযোগিতা করোন, ওমর ফারুক মজুমদার, সহ সভাপতি ঊষার আলো সামাজিক সংগঠন, কামরুল ইসলাম রাজু, মাহমুদুল হাসান, শাকিব আল হাসান, আলী মর্তুজা।
সংগঠননের সভাপতি বলেন সামনে গরিব অসহায় মানুষদের জন্য আরো ভালো কিছু করবে বলে আশা ভক্ত করেন তিনি।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৪ মন্তব্য
Pingback: vegasnow casino bonus
Pingback: checkslip
Pingback: แทงหวย24
Pingback: ถังบำบัดน้ำเสีย 2000 ลิตร