মহসিনুর রহমান সজিব
কুমিল্লা জেলা নাঙ্গলকোট উপজেলার আদ্রা উত্তর ইউনিয়নের বিএনপি মনোনীত সাবেক চেয়ারম্যান প্রার্থী মাহবুবা আক্তার ও তার স্বামী বিশিষ্ট ব্যাবসায়ী গোলাপ হোসেন তাদের নিজস্ব তহবিল থেকে আদ্রা উত্তর ইউনিয়নের হত দরিদ্র ও গরিব অসহায় ৪০০ পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করে।
এই খাদ্য সামগ্রী বিতরণের সার্বিকভাবে পরিচালনা করেন নাঙ্গলকোট উপজেলার ছাত্র নেতা মাহফুজুর রহমান এমএ।
তিনি বলেন গত কযেক মাস থেকে সারা বিশ্বে করোনা নামক ভাইরাসে দুনিয়া কাপচ্ছে , করোনার ভাইরাসে সানুষ পড়েছে বড় দুর্যোগে।
এই দুর্যোগ প্রতিরোধ করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। এই দুর্যোগে বড় অসহায অবস্থায় পড়েছে দিনে খেটে খাওয়া মানুষ গুলো, যখন আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসবো দুস্থ অসহায় মানুষগুলোর পাশে।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
২ মন্তব্য
Pingback: บริการพ่นฉนวนพียูโฟม
Pingback: Aster Airdrop