সিএন নিউজ২৪.কম, নিজস্ব প্রতিবেদকঃ-
গত শুক্রবার সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের কমিটির তালিকা প্রকাশ করা হয়।
ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানি স্বাক্ষরিত এই তালিকায় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে ঢাকা উত্তর মহানগর ছাত্রলীগের সভাপতি হয়েছেন মো. ইব্রাহিম হোসেন ও সাধারণ সম্পাদক করা হয়েছে মো. সাইদুর রহমান হৃদয়কে।
ঢাকা মহানগর উত্তরের উপ – পাঠাগার বিষয়ক সম্পাদক সাখাওয়াত বাবু’র বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা । তিনি উক্ত উপজেলার ঢালুয়া ইউনিয়ের চিওড়া গ্রামের নুরুল আমিন এর ছেলে। তাঁর মাতা হাজেরা বেগম ।
তিনি আজ সিএন নিউজকে এক শুভেচ্ছা বার্তায় জানান, কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সিনিয়র নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তিনি আরো বলেন -জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরেই এগিয়ে যাবে বাংলাদেশ ছাত্রলীগ ।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৫ মন্তব্য
Pingback: como usar el bono de 1win
Pingback: Giffarine
Pingback: Giffarine
Pingback: feestopdemarkt.nl
Pingback: ถังน้ำตราบ้าน