নিজস্ব প্রতিবেদক, সিএন নিউজ ২৪.কম।
আজ বুধবার কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মৌকারা ইউনিয়নের গোমকোট সমাজ কল্যাণ ইউনিটের পক্ষ থেকে নিজ গ্রামে ৫০ পরিবারের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় এক গ্রহীতার অনুভূতি জানতে গেলে তিনি বলেন, করোনা মহামারির এই কষ্টের সময়ে আমাদের আয় রোজগারের কোন পথ নেই। আমরা অনেক অনেক খুশি হয়েছি।

এই বিষয়ে জানতে চাইলে সংগঠনের সভাপতি আতিকুর রহমান মজুমদার (সুজন) বলেন প্রাণঘাতী করোনাভাইরাসের কারনে নিম্ন ও মধ্যে আয়ের পরিবার গুলো খাদ্য সংকটে পড়ে। এমতাবস্থায় আমাদের সংগঠনের পক্ষ থেকে অতীতের ন্যায়, এবার ও প্রতিটি পরিবারের দরজায় আমরা খাদ্য পৌঁছে দিয়েছি এবং ভবিষ্যতে ও এই অনুদান অব্যাহত থাকবে ইনশাআল্লাহ ।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৬ মন্তব্য
Pingback: Prayer Book
Pingback: Modalità di prelievo su Winnita
Pingback: Book of Ra online
Pingback: แบบบ้านหรู
Pingback: โคมไฟ
Pingback: ปั้มไลค์