
রবিউল হোসাইন রাজুঃ-
করোনা ভাইরাস প্রতিরোধে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পড়ুয়া শিক্ষার্থীদের উদ্যোগে সেচ্ছাসেবক টিম “সংশপ্তক” এর উদ্যোগে নাঙ্গলকোট পৌরসভা সহ প্রতিটি ইউনিয়নে ছিটানো হচ্ছে জীবাণুনাশক। এর অংশ হিসাবে আজ শনিবার বিকালে উপজেলার হেসাখাল ইউনিয়নের দায়েমছাতি বাজারে জীবাণুনাশক ছিটানো হয়। বাজারের মসজিদ অলিগলি দোকান পার্ট যানবাহন সহ বিভিন্ন স্থানে ছিটানো হয় জীবাণুনাশক। এবং করোনা ভাইরাস প্রতিরোধে মানুষকে সচেতন করা হয়।
জীবাণুনাশক স্পে কার্যক্রমে অংশগ্রহণ করেন হেসাখাল ইউপি চেয়ারম্যান জালাল আহাম্মদ ভূঁইয়া, ‘সংশপ্তক’ হেসাখাল ইউনিয়ন শাখার টিম প্রধান সামছুজ্জামান সবুজ, ‘সংশপ্তক’ সেচ্ছাসেবক টিম সদস্য মাষ্টার শাহাবুদ্দিন, আব্দুর রাজ্জাক জুয়েল, সৌকত খাঁন, রবিউল হোসাইন রাজু, সৌরভ, ইমরান, মাছুম বিল্লাহ্, তুহিন, রেদোয়ান শিমুল, শাওন, জয়, বিদ্যুৎ প্রমূখ।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৩ মন্তব্য
Pingback: situs toto
Pingback: more helpful hints
Pingback: จำนำรถกรุงเทพ