প্রচ্ছদ / কুমিল্লা ও নাঙ্গলকোট / নাঙ্গলকোটের “বক্সগঞ্জে ফ্রি সবজি বিতরণ করছেন ২০১৯ এসএসসি ব্যাচ”

নাঙ্গলকোটের “বক্সগঞ্জে ফ্রি সবজি বিতরণ করছেন ২০১৯ এসএসসি ব্যাচ”

নিজস্ব প্রতিবেদকঃ

 

কুমিল্লার নাঙ্গলকোটে একদল যুবক চালু করেছেন ফ্রি সবজি বাজার, ব্যাগ ভর্তি সদাই নিয়ে যেতে লাইন ধরেছে গ্রামের মানুষ। একেকটি পরিবার ১৫০ টাকার সম পরিমাণ পণ্য নিতে পারেন এই বাজার থেকে। বাজারটি পরিচালিত হচ্ছে নাঙ্গলকোটের বক্সগঞ্জ থেকে ২০১৯ এর এস এস সি ব্যাচ এর মাধ্যমে।

প্রধান উদ্যোক্তা জানান, আলহামদুলিল্লাহ বক্সগঞ্জ বাজার কেম্পেইন সফল করতে আমরা সক্ষম হয়েছি, আপনাদের দেওয়া অনুদান,শ্রম সমান ভাবে বন্টন করতে আমরা যথাক্রমে চেষ্টা চালিয়ে যাচ্ছি, যদিও বক্সগঞ্জ বাজারে কেম্পেইনে ১০০ টি পরিবার কে দেওয়া কথা, সেক্ষেত্রে ১০০ অধিক মানুষ থাকায় আমরা ২০০ টি পরিবারকে সদাই দিতে সক্ষম হয়েছি, এবং এটির সার্বিক সহযোগীতায় আমাদের প্রিয় স্যার এবং প্রিয় ভাইরা এগিয়ে আসেন, পরিশেষে মহান সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া আদায় করে বলেন তাদের এই কার্যক্রম চলমান থাকবে।

এছাড়াও চেক করুন

নাঙ্গলকোট সাংবাদিক সমিতির কমিটি গঠন

স্টাফ রির্পোটার: কুমিল্লার নাঙ্গলকোট সাংবাদিক সমিতির কমিটি গঠন ৩০ জুন শুক্রবার দিনব্যাপী নাঙ্গলকোট পৌরসভার জাকের …