প্রচ্ছদ / কুমিল্লা ও নাঙ্গলকোট / নাঙ্গলকোটের বক্সগঞ্জে ৬২০ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

নাঙ্গলকোটের বক্সগঞ্জে ৬২০ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

রবিউল হোসাইন (রাজু) ।

ধন সম্পদ আছে যার, সে ধনী নয়, হৃদয় বড় থাকে যার, সেই ধনী হয় এমন স্লোগানকে সামনে রেখে করোনা পরিস্থিতি এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে, নিজস্ব অর্থায়নে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী পরিবার, মানিকগঙ্গা ভুঁইয়া বাড়ির কৃতি অভিযাত্রী, বক্সগঞ্জ বাজার মসজিদ ঐহিত্যবাহী কাদির ভুঁইয়া মসজিদের প্রতিষ্ঠাতা কাদির ভুঁইয়া ও ইউসুফ ভুঁইয়ার বংশধর বিশিষ্ট ব্যবসায়ী রাজনীতিবিদ মোঃ আলাউদ্দিন ভুঁইয়া ।

 

বক্সগঞ্জ ইউনিয়নের গরীব ও মেহনতী (৬২০) পরিবারের মাঝে খাদ্য দ্রব্য উপহার সামগ্রী হিসাবে বিতরণ করেন।

স্থানীয়রা জানান অতিতেও তিনি বক্সগঞ্জ ইউনিয়নের হতদরিদ্র মানুষের পাশে ছিলেন এবং মসজিদ-মাদ্রাসা সর্বক্ষেত্রে তিনি সহযোগিতা করেছেন । বর্তমান এই ক্লান্তিলগ্নেও মানুষের পাশে আছেন ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে ও তিনি যেন আমাদের পাশে থেকে বক্সগঞ্জ ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে যেতে পারেন সে জন্য সকলের কাছে দোয়া প্রার্থী।

আমরা তাহার দীর্ঘ আয়ু এবং সুস্থতা কামনা করি! তার সাথে আরও একটা কথা বলতে চাই এই হৃদয়বান মানুষটাকে আগামীদিনের নেতৃত্বে এবং প্রতিনিধি হিসেবে বক্সগঞ্জ ইউনিয়নের মানুষের সুখ-দুখের কান্ডারী হিসেবে পাশে দেখতে চাই বলে জানান এলাকাবাসী।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …

৩ মন্তব্য

  1. Pingback: Aster Dex Trading

  2. Pingback: ddiyyala

  3. Pingback: 電子煙