সিএন নিউজ২৪.কম, নিজস্ব প্রতিবেদকঃ-
কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর ইউনিয়নের বান্নগর গ্রামের প্রবাসীরা এলাকার অসহায় ও হতদরিদ্রদের কথা চিন্তা করে গড়ে তুলেন সামাজিক সংগঠন- বান্নগর সোস্যাল এইড ফাউন্ডেশন নামের প্রবাসী শাখা ও বাংলাদেশ শাখা নামের দুটি সংগঠন। এই সংগঠন দুটোই শুরু থেকেই একের পর এক গুরুত্বপূর্ণ সামাজিক কাজ করে আসছে, দাঁড়িয়েছে বহু অসহায় ও গরীব মানুষের পাশে। দাঁড়িয়েছে অসুস্থ রুগী সহ অসংখ্য দুস্থদের পাশে। তারই অংশ হিসেবে গতকাল একটি হতদরিদ্র পরিবারের মেয়ের বিয়ে সম্পূর্ণ করার লক্ষ্যে কিছু নগদ অর্থ প্রদান করা হয় ।
এই সময় উপস্থিত ছিলেন বান্নগর সোস্যালএইড ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক ও কোষাধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান (ভেন্ডার), সম্মানিত উপদেষ্টা মোঃ এনায়েত মোল্লা, সম্মানিত উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোঃ আঃ হান্নান ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বান্নগর সোস্যালএইড ফাউন্ডেশন প্রবাসী কল্যান শাখার সম্মানিত উপদেষ্টা মোঃ হারুনুর রশীদ সহ সংগঠনের বাংলাদেশ প্রতিনিধি ও প্রবাসী শাখার সদস্যবৃন্দ।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৫ মন্তব্য
Pingback: พลาสติกปูพื้นก่อนเทคอนกรีต
Pingback: จอสัมผัสอัจฉริยะ
Pingback: เช็คสลิปโอนเงิน
Pingback: silver manufacturer thailand
Pingback: บริษัทรับสร้างบ้าน