প্রচ্ছদ / নাঙ্গলকোট / নাঙ্গলকোটের “বান্নগর সোস্যালএইড ফাউন্ডেশন” এর পক্ষ  থেকে হতদরিদ্র মেয়ের বিয়ের জন্য নগদ অর্থ প্রদান

নাঙ্গলকোটের “বান্নগর সোস্যালএইড ফাউন্ডেশন” এর পক্ষ  থেকে হতদরিদ্র মেয়ের বিয়ের জন্য নগদ অর্থ প্রদান

সিএন নিউজ২৪.কম, নিজস্ব প্রতিবেদকঃ-

 

কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর ইউনিয়নের বান্নগর গ্রামের প্রবাসীরা এলাকার অসহায় ও হতদরিদ্রদের কথা চিন্তা করে গড়ে তুলেন সামাজিক সংগঠন- বান্নগর সোস্যাল এইড ফাউন্ডেশন নামের প্রবাসী শাখা ও বাংলাদেশ শাখা নামের দুটি সংগঠন। এই সংগঠন দুটোই শুরু থেকেই একের পর এক গুরুত্বপূর্ণ সামাজিক কাজ করে আসছে, দাঁড়িয়েছে বহু অসহায় ও গরীব মানুষের পাশে। দাঁড়িয়েছে অসুস্থ রুগী সহ অসংখ্য দুস্থদের পাশে। তারই অংশ হিসেবে গতকাল একটি  হতদরিদ্র পরিবারের মেয়ের বিয়ে সম্পূর্ণ করার লক্ষ্যে কিছু নগদ অর্থ প্রদান করা হয় ।


এই সময় উপস্থিত  ছিলেন বান্নগর সোস্যালএইড ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক ও কোষাধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান (ভেন্ডার), সম্মানিত উপদেষ্টা মোঃ এনায়েত মোল্লা, সম্মানিত উপদেষ্টা  ইঞ্জিনিয়ার মোঃ আঃ হান্নান ।


এছাড়া আরও উপস্থিত ছিলেন  বান্নগর সোস্যালএইড ফাউন্ডেশন  প্রবাসী কল্যান শাখার সম্মানিত উপদেষ্টা  মোঃ হারুনুর রশীদ সহ সংগঠনের বাংলাদেশ প্রতিনিধি ও প্রবাসী শাখার  সদস্যবৃন্দ।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …