সিএন নিউজ নিজস্ব প্রতিবেদক :
আজ শনিবার ১৬ নভেম্বর তারিখে নাঙ্গলকোট উপজেলার মক্রবপুরের ভাতড়া দারুচ্ছুন্নাত নেছারিয়া ইবতেদায়ী মাদ্রাসার ৫ম শ্রেণির সমাপনী পরিক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাওলানা মোঃ আনোয়ার হোসেন সেলিমের পরিচালনায় ও মোঃ ইউনুস মিয়ার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান শুরু হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মক্রবপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি মোঃ ইউনুছ ভুঁইয়া এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার প্রচার সম্পাদক মোঃ ইউসুফ ভুঁইয়া।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আজিমুদ্দিম আক্তার( সহকারি শিক্ষক) অভিভাবক মোঃ ইসমাইল ও অত্র মাদ্রাসার সকল শিক্ষক-শিক্ষীকা’সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৭ মন্তব্য
Pingback: replicafactory
Pingback: ร้านตัดแว่นที่มีนักทัศนมาตร
Pingback: แฟรนไชส์หม่าล่าทั่ง
Pingback: Go X
Pingback: หาแม่บ้าน
Pingback: vg98
Pingback: ฝึกอบรมพนักงานสำหรับองค์กร