শামীমুর রহমান (সিএন নিউজ নিজস্ব প্রতিবেদক)
নাঙ্গলকোট উপজেলার ৭ নং হেসাখাল ইউনিয়নে এলজিএসপি -৩ এর ২০১৯-২০২০ অর্থ বছর বরাদ্দ চলমান কোভিড ১৯ পরিস্থিতি মোকাবেলায় বিশেষ পরিচ্ছন্নতা স্কীম হিসেবে জনসাধারণের মধ্যে সাস্হ্য সুরক্ষা সামগ্রী, স্যানেটারী প্যাড,মাস্ক,শিশুদের দুগ্ধ ও বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এসময় বিতরন কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল।

হেসাখাল ইউনিয়ন চেয়ারম্যান জালাল আহাম্মদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউপি সচিব ইসমাইল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাষ্টার আব্দুল বাতেন, ইউপি সদস্য জালাল আহাম্মদ ভূইয়া, মনোয়ারা বেগম, মোঃ ইউনুছ, মোস্তফা কামাল, আবুল হাসেম, অহিদুর রহমান, আব্দুল্লা আল মামুন, সৈয়দ আহাম্মদ, জাহাঙ্গীর আলম মজুমদার, মোঃ মোস্তফা মিয়া, অফিস সহকারী সুমন সহ রাজনৈতিক, সামাজিক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে নির্বাহী অফিসার বিভিন্ন উন্নয়ন কাজের পরিদর্শন করেন।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৬ মন্তব্য
Pingback: Promozioni esclusive solo sull'app BIG Casinò.
Pingback: แอพเช็คสลิปโอนเงิน
Pingback: official source
Pingback: 煙彈
Pingback: order shrooms canada
Pingback: สี2in1