নিজস্ব প্রতিবেদক সিএন নিউজ২৪.কম ।
প্রাণঘাতী করোনাভাইরাস এর সংক্রমণের কারনে দেশের নিম্ন ও মধ্যেবিত্ত পরিবারের মাঝে দেখা দিয়েছে ব্যাপক দুর্ভোগ ও খাদ্য অভাব। এমতাবস্থায় নিজ এলাকার অসহায়দের পাশে দাঁড়ালেন, কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়নের কুরকুটা গ্রামের কৃতি সন্তান আয়ারল্যান্ড প্রবাসী মোঃ আলমগীর খাঁন ।
তার সহযোগিতায় ও বিশিষ্ট সমাজ সেবক একে আজাদ খাঁন এর সার্বিক তত্বাবধানে ৪৫ টি অসহায় ও দরিদ্র পরিবারকে খাদ্য সামগ্রী ত্রাণ বিতরণ করা হয় ।
এইসময় ত্রাণ বিতরণের জন্য নিরলসভাবে কাজ করেন ছাত্রনেতা সৈকত খাঁন, কাজী মিজান, সোহেল খাঁন, নোমান,শামছু,কামরুল, শাহিন প্রমুখ।
ত্রাণ সামগ্রী ছিল চাল, ডাল, আলু, পেঁয়াজ,তৈল সহ নিত্য প্রয়োজনীয় জিনিস। পরে ৪৫ পরিবারের সকলের কাছে পৌঁছে দেওয়া হয়।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

২ মন্তব্য
Pingback: ชิปปิ้ง
Pingback: Buy Villa Phuket