আল আমিন।
সারা বিশ্ব যখন আতঙ্কিত ভয়ংকর করোনা ভাইরাস নিয়ে। যার প্রতিরোধে সারা বিশ্বের মত বাংলাদেশেও বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান,গণপরিবহন’সহ সব দোকানপাট৷
ভাইরাসটির প্রভাবে হত দরিদ্র ও মধ্যবিত্ত পরিবার অনাহারে দিন কাটাচ্ছে। এই দুঃসময়ে সমাজের বিভিন্ন রাজনৈতিক ,সামাজিক, মানবিক সংগঠনের মত পাশে এসে দাঁড়িয়েছেন।
কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার বটতলী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে কর্মহীন, হতদরিদ্র, অসহায় ৪৫০টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল হোসেন, বটতলী ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান এন কে এম সিরাজুল আলম, সাবেক দৌলখাঁড় ইউপি সদস্য আঃ জলিল, বটতলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি লোকমান হোসেন, যুগ্ন-সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন বিএসসি, যুগ্ন-সাধারণ সম্পাদক আবু জাফর কোম্পানি, বটতলী ইউনিয়ন যুবলীগের সভাপতি মামুনুর রশিদ মেম্বার প্রমূখ।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৭ মন্তব্য
Pingback: ปริ้นสติกเกอร์
Pingback: สั่งสินค้าจากจีน
Pingback: checkslip
Pingback: บาคาร่าเกาหลี
Pingback: ข่าววิทยาศาสตร์
Pingback: เอเจนซี่เรียนจีน
Pingback: vape supplier