নিজস্ব প্রতিবেদকঃ
আসমাউল হুসনা ফারিয়া (১৯)। স্বামী পরিত্যাক্তা মা সেলিনা আক্তারের পরম আদরের একমাত্র সন্ত্রান। গত ১৮ বছর পূর্বে মায়ের সাথে তার বাবা মোশারফ হোসেনের বিচ্ছেদের পর মায়ের সাথে নানার বাড়ি কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট উত্তর ইউনিয়নের ছুপুয়া গ্রামে অবস্থান করতেন। মা সেলিনা আক্তার মেয়ের দিকে তাকিয়ে আর বিয়ে করেননি। একমাত্র মেয়েকে নিয়ে বেঁচে ছিলেন। সেলিনা আক্তার টিউশনি করে এবং হাঁস-মুরগী পালন করে নিজের এবং মেয়ের ভরনপোষণের ব্যয় নির্বাহ করতেন। মেয়ের বিয়ের জন্য মা ব্যাংকে টাকাও জমিয়েছেন।
কিন্তু মায়ের আদরের একমাত্র সন্ত্রান ফারিয়া সোমবার বিকেল সাড়ে তিনটায় নাঙ্গলকোটের মালিপাড়া-অলিপুর এলাকায় মদিনা ব্রিকস ম্যানুফেকচারিং এর পানি সেচের ইঞ্জিন চালিত চলন্ত স্যালো মেশিনের ফ্রাই হুইল এর রাবার ড্রিক্সের সাথে ওড়না পেঁচিয়ে শ্বাস রোধ হয়ে ঘটনাস্থলে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করে। ফারিয়ার লাশটি স্যালো মেশিনের সাথে আটকে ছিল।
একমাত্র মেয়েকে হারিয়ে ফারিয়ার মা সেলিনা আক্তার কাঁদতে-কাঁদতে বার-বার জ্ঞান হারিয়ে ফেলছেন। ফারিয়া উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের মালিপাড়া গ্রামের মোশারফ হোসেনের মেয়ে। সে উপজেলার হেসাখাল সুহৃদ একে কলেজ অব সাইন্স এন্ড টেকনোলজিতে একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। ঘটনার পর থেকে ব্রিক ফিল্ডের ম্যানেজার মোঃ রিয়াজ পলাতক রয়েছে।
সরেজমিনে পরিবারের লোকজনের সাথে কথা বলে জানা যায়, চট্রগ্রাম থেকে ফারিয়ার কাকা নাছির উদ্দিনের বাড়ি আসার সংবাদে সোমবার দুপুর সাড়ে তিনটায় ফারিয়া নানার বাড়ি ছুপুয়া থেকে হেঁটে বাবার বাড়ি মালিপাড়া গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে ছুপুয়া-অলিপুর কাঁচা সড়ক পার হওয়ার সময় সড়ক সংলগ্ন পার্শ্ববর্তী মদিনা ব্রিকস ম্যানুফেকচারিং এর একটি ইঞ্জিন চালিত স্যালো মেশিন দিয়ে ব্রিক ফিল্ড এর পানি সেচ করছিল। স্যালো মেশিন দিয়ে পানি সেচ করার কারণে সড়কের মাটি সরে যাওয়ায় সড়ক পার হতে না পেরে ফারিয়া চলন্ত স্যালো মেশিনের পাশ দিয়ে যাওয়ার সময় স্যালো মেশিনের ফ্রাই হুইল এর রাবার ডিক্সের সাথে তার ওড়না পেঁচিয়ে শ্বাস রোধ হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। স্যালো মেশিনের সাথে ফারিয়ার লাশ আটকে ছিল। এসময় ফারিয়া বাবার বাড়ি যাওয়ার জন্য তার সাথে থাকা কাপড়-চোপড়ের একটি প্যাকেট তার লাশের পাশে পড়ে ছিল। শত-শত উৎসুক জনতা ফারিয়ার লাশ দেখতে ভিড় জমায়।
মন্তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াছিন বাবুল বলেন, গত ১৫ দিন থেকে বিক্স ফিল্ড কর্তৃপক্ষ ইঞ্জিন চালিত স্যালো মেশিনের সাহায্যে ব্রিক ফিল্ডের পানি সেচ করছিলেন। পানি সেচের ফলে সড়কের মাটি সরে যায়। ফলে হেঁটে অথবা যানবাহনের মাধ্যমে সড়কটি দিয়ে যাতায়াত করা সম্ভব ছিল না। এ সড়কটি দিয়ে ঝুঁকিপূর্ণভাবে প্রতিনিয়ত ছুপুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ছুপুয়া আশ্রাফুল উলুম মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থী ও এলাকাবাসী যাতায়াত করেন। পানি সেচের ফলে সড়কের মাটি সরে যাওয়ায় ঝুঁকিপূর্ণভাবে সড়ক পার হতে গিয়ে ফারিয়ার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন,নিহত ফারিয়ার অভিভাবকদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ফারিয়ার লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৫ মন্তব্য
Pingback: Artweb
Pingback: ออกแบบตกแต่งภายในบ้านหรู
Pingback: บูธผ้า
Pingback: buy magic mushrooms kitchener
Pingback: Sweet Bonanza casino