মুহিব্বুল্লাহ আল হুসাইনীঃ
মহামারি করোনার দাপটে যখন স্তব্ধ পৃথিবী। অসহায় মানুষ। স্থবির জনজীবন। দিন দিন বাড়ছে আক্রান্তের হার৷ লাশের সারিতে যোগ হচ্ছে নতুন লাশ। এ যেন নতুন অভিজ্ঞতা। দৃশ্যমান বাস্তবতা! স্বজনরাও আজ কাছে আসে না। বুকভেজা আহাজারিতে লাশের পাশে নেই কেউ। যেন কেউ কারো নয়।
আর সেই দুঃসময়ে মানবতার পাশে দাঁড়িয়ে কাজ করে চলছে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। চেনা নেই, জানা নেই। নেই কোন আত্মীয়তার সূত্র। জীবিত স্বজনরা যেখানে লাশের পাশে নেই, সেখানে অন্য স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মতো কাজ করে চলছেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার “পেরিয়া ইউনিয়ন ওলামা পরিষদ” ।
একদল স্বপ্নীল মানুষ। চোখেমুখে যাদের মানবিক মমতার প্রতিচ্ছবি। ইলমে দ্বীনের সুধা বুকে নিয়ে যারা নেমে পড়েছেন ময়দানে। সেই মানুষগুলো হলেন মাওলানা মিজানুর রহমান,
হাফেজ মাওলানা জাকির হোসাইন বেলালী, হাফেজ আনোয়ার হোসেন, মুফতি ওমর ফারুক আনোয়ারী, হাফেজ মাওলানা জহির রায়হানসহ ১০ সদস্যের মানবিক কাফেলা। যারা নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়নের ২৭ টি গ্রামে কোন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বা স্বাভাবিক মৃত্যু হলে কবর খোলা, লাশকে গোসল দেয়া, জানাজা ও দাফনের ব্যবস্থা আঞ্জাম দিয়ে চলছেন। এমনকি অত্র ইউনিয়ন ছাড়াও আশপাশের এলাকায়ও এ সেবা দিবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। এতে তারা কোন হাদিয়া গ্রহণ করছেন না। মৃত ব্যক্তি গরীব হলে কাফনের কাপড়’সহ সকল খরচও বহন করছেন এই ওলামা পরিষদ। নাঙ্গলকোটে আপনার নিজ ও পাশ্ববর্তী এলাকায় করোনার উপসর্গ নিয়ে কোন মৃতের লাশ দাফন করতে যোগাযোগ করতে পারেন এই ফোন নাম্বারগুলোতে- ০১৮১৯৯১৯৯৮১, ০১৮১৯৪৬০৯৮৮, ০১৮১১২৫২৯৫৮, ০১৯১২৮০৯৩৪৩।
পাশাপাশি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় করোনার লাশ দাফনে আরো যে মানবিক সংগঠনগুলো কাজ করে চলছেন তারা হলেন- তাকওয়া ফাউন্ডেশন টিম এবং
ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা চরমোনাইর পীরসাহেব পরিচালিত টিম।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
