প্রচ্ছদ / কুমিল্লা ও নাঙ্গলকোট / নাঙ্গলকোটে করোনা পজিটিভ এনায়েত উল্লার পাশে চিওড়া সমাজকল্যাণ পরিষদ

নাঙ্গলকোটে করোনা পজিটিভ এনায়েত উল্লার পাশে চিওড়া সমাজকল্যাণ পরিষদ

 

মুহিব্বুল্লাহ আল হুসাইনীঃ

করোনা ভাইরাসের সাথে যুদ্ধ করছে দেশের মানুষ। করোনার সংক্রমন ঠেকাতে দেশব্যাপী চলছে সাধারণ ছুটি আর লকডাউন। এর মাঝেও যতোই দিন গড়াচ্ছে ততোই বাড়ছে সংক্রমণ। মৃত্যুর কোলে ঢলে পড়ছে কত নিরীহ প্রাণ। শান্তির বাংলাদেশ যেন আজ এক মৃত্যুপুরী!

এদিকে সাম্প্রতিককালে করোনায় আক্রান্ত হন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের চিওড়া গ্রামের স্বাস্থ্য কর্মী এনায়েত উল্লা। যিনি আক্রান্ত হওয়ার আগ পর্যন্তও কাজ করে গেছেন আর্ত-মানবতার সেবায়। আজ ওনার এই দুর্দিনের সময় পাশে দাঁড়িয়েছেন চিওড়া সমাজকল্যাণ পরিষদ।

এ বিষয়ে চিওড়া সমাজকল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি সাইয়েদ মুহাম্মাদ রোবেল সিএন নিউজকে জানান, করোনা যুদ্ধে তিনি (স্বাস্থ্য কর্মী এনায়েত) একা নন, পুরো গ্রামবাসী তাঁর সাথে আছেন। আমাদের টিম কাজ করে যাচ্ছেন তাঁর পরিবারে জন্য।

বিশিষ্ট শিল্পপতি জহির কবীর’সহ এলাকার সমাজসেবীদের বড়ধরণের সহযোগিতায় ওনার পরিবারকে নিয়ে কাজ করে যাচ্ছে উল্লেখিত সংগঠন।

এছাড়াও চেক করুন

নাঙ্গলকোট সাংবাদিক সমিতির কমিটি গঠন

স্টাফ রির্পোটার: কুমিল্লার নাঙ্গলকোট সাংবাদিক সমিতির কমিটি গঠন ৩০ জুন শুক্রবার দিনব্যাপী নাঙ্গলকোট পৌরসভার জাকের …

২ মন্তব্য