রবিউল হোসাইন রাজুঃ-
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার কামারপল্লীগুলোতে বেড়েছে কামাদের ব্যস্ততা। দিন রাত চলছে পশু কাটা ও প্রস্তুত করার অস্ত্র-পাতি তৈরি করার কাজ। এবছর বেশ আগে ভাগেই লোকজন চাপাতি, ছুরি, চাপ্পড়সহ বটির অর্ডার দিচ্ছেন। ব্যবসা ভালো হলেও ঈদের আর কয়েকদিন বাকি থাকায় সময় মতো অর্ডার সরবরাহ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কামাররা।
উপজেলার বিভিন্ন এলাকার কামাররা জানায়, সারা বছর অনেকটা অলস সময় পার করলেও ঈদুল আজহার সময় মোটা ব্যবসা হয় তাদের। তবে এ বছর জিনিস পত্র তৈরির অর্ডার বেশি পাওয়ায় কামারপল্লীগুলোতে লেগেছে আন্দের ঢেউ। উপজেলার দায়েমছাতী বাজারের সুমন কর্মকার জানান, ঈদকে সামনে রেখে লোকজন নতুন দা, ছুরি, বটি, চাপাতি ক্রয় করছে। এসময়ে আমাদের ব্যস্ততা সারা বছরের চেয়ে বহুগুণ বেড়ে যায়। তিনি আরও জানান ঈদের আর কয়েকদিন বাকি থাকায় ভোর থেকে মধ্যরাত পযর্ন্ত বিরতিহীনভাবে কাজ করতে হচ্ছে।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৩ মন্তব্য
Pingback: ร้านตัดแว่นสายตา
Pingback: เต็งหวย VS LSM99
Pingback: Shinkolite