সিএন নিউজ ডেস্কঃ–
কুমিল্লার নাঙ্গলকোটে শারমিন আক্তার (১৬) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার দৌলখাঁড় ইউনিয়ন পরিষদের ভোলাকোট গ্রামের অহিদুর রহমানের স্কুলপড়ুয়া মেয়ে।
নিহতের পিতা অহিদুর রহমান বলেন, দুপুর ১২টার দিকে শারমিন বমি করতে ছিল। তখন তড়িঘড়ি করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার খায়ের মোহাম্মদ সোবহান অনিক বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।
নাঙ্গলকোট থানার উপপরিদর্শক আনোয়ার খন্দকার বলেন, খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাচ্ছি। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। তবে নিহতের বুকে (এনআর) লেখা রয়েছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে এটি প্রেমঘটিত কারণে মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে