নিজস্ব প্রতিনিধিঃ- সিএন নিউজ টোয়েন্টিফোর।
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোঃ রাসেল মজুমদার নেতৃত্বে ইউনিয়ন ছাত্রলীগের কর্মীরা মাননীয় প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে দরিদ্র কৃষকদের ধান কেটে দিচ্ছেন।
বর্তমান করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে দেখা দিয়েছে ধান কাটার শ্রমিক সংকট। এই সংকটকালীন সময়ে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ধান কেটে দিয়ে কৃষকের পাশে দাঁড়িয়েছে হেসাখাল ইউনিয়ন ছাত্রলীগ।
ইউনিয়নের ৪নং ওয়ার্ড হেসাখাল পূর্ব পাড়ায় সোমবার সকালে বিভিন্ন গরিব কৃষকের পাকা ধান কেটে বাড়িতে গিয়ে পৌঁছে দিচ্ছে হেসাখাল ইউনিয়ন ছাত্রলীগের কর্মীরা।
মানবতার পাশে! কৃষকের পাশে!
সোনার ফসলে ভরে উঠুক কৃষকের উঠান, কৃষকের প্রাণে বেজে উঠুক আনন্দের গান। এমন নানাাবিধ স্লোগানকে সামনে রেখে স্বেচ্চায় বিনা পারিশ্রমে শ্রম দিয়ে যাচ্ছেন বলে তারা জানান।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৭ মন্তব্য
Pingback: kibris escort katalog
Pingback: ล้างแอร์
Pingback: แอพเช็คสลิปโอนเงิน
Pingback: แบคดรอปผ้า
Pingback: ไซด์ไลน์
Pingback: บาคาร่าเกาหลี
Pingback: สี2in1