
রবিউল হোসাইন রাজু
কুমিল্লার নাঙ্গলকোটে খেলার সংবাদ প্রিমিয়ারলীগ কর্তৃক আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট ২০১৯ এর শুভ উদ্ভোধন করা হয়। জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুক্রবার সকাল ১০ টায় হেসাখাল পদুয়ারপাড় ঈদগাহ মাঠে খেলা উদ্ভোধন ঘোষণা করেন সিএন নিউজ টোয়েন্টিফোর ডট’কমের সহ সম্পাদক আয়ারল্যান্ড প্রবাসী সাখাওয়াত হোসেন সাগর।
উদ্ভোধনী খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হেসাখাল ইউপি চেয়ারম্যান জালাল আহাম্মদ ভূঁইয়া, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিএন নিউজ টোয়েন্টিফোর ডটকমের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিজওয়ান মজুমদার গিলবাট, খেলায় সভাপতিত্ব করেন বর্ণমালা সামাজিক সংঘের সভাপতি মোসলে উদ্দিন নয়ন।
এছাড়াও উপস্থিত ছিলেন বর্ণমালা সামাজিক সংঘের সাবেক সাধারণ সম্পাদক জাবের মাহমুদ, কোষাধ্যক্ষ মাইন উদ্দিন খোকন, দুবাই প্রবাসী নাছির উদ্দিন, বাহরাইন প্রবাসী কুতুবউদ্দিন, আমির হোসেন, এস আই ইমরান, সাইফুল, খেলা পরিচালনা কমিটির রাশেদুল ইসলাম, ফখরুল ইসলাম, আজিম উদ্দিন, ইয়াছিন, ইমরান প্রমূখ।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৬ মন্তব্য
Pingback: web portal
Pingback: พูลวิลล่านครนายก
Pingback: женские купальники
Pingback: เว็บพนันออนไลน์เกาหลี
Pingback: Giffarine
Pingback: แทงหวย 365