শামীমুর রহমান, নাঙ্গলকোট
“মাদকমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে ” এ স্লোগানকে সামনে রেখে সোমবার কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার স্হানীয় আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশের ভূমিকা শীর্ষক আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
নাঙ্গলকোট থানা গ্রাম পুলিশ সমবায় সমিতি লিমিটেড ও কুমিল্লা জেলা সভাপতি জনাব আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল। এসময় তিনি গ্রাম পুলিশের ভূমিকা নিয়ে আলোচনা করেন। এসময় বিশেষ অথিতির বক্তব্য রাখেন নাঙ্গলকোট থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা সমবায় অফিসার কেফায়েত উল্লাহ খাঁন।
এসময় আরো উপস্থিত ছিলেন থানা গ্রাম পুলিশ সমবায় সমিতি লিমিটেডের সাধারন সম্পাদক দেলোয়ার, কোষাধ্যক্ষ লাকী আক্তার, নাঙ্গলকোট গ্রাম পুলিশ সেক্রেটারি জামাল হোসেন সহ প্রমুখ।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৫ মন্তব্য
Pingback: трусики
Pingback: Go X
Pingback: หาแม่บ้าน
Pingback: LAZYWIN888 คาสิโนAUTO
Pingback: на ncrec.kz