রিজওয়ান মজুমদার গিলবাটঃ-
কুমিল্লার নাঙ্গলকোটে জোড্ডা পূর্ব ইউপির শংকরপুর ও কৈরাশ ৫নং ওয়ার্ড উপনির্বাচনে ৩৮৫ ভোট পেয়ে নলকূপ প্রতীকে নুরুন্নবী মজুমদার নির্বাচিত হয়েছেন। জানা যায়, আজ সোমবার নাঙ্গলকোট উপজেলা জোড্ডা পূর্ব ইউপির শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫নং ওয়ার্ড মেম্বার পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই উপ নির্বাচনে মেম্বার পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে জনাব মোঃ এনামুল হক মোরগ প্রতীকে পেয়েছেন ৩৪৯ ভোট, লোকমান হোসেন মিয়াজী তালা প্রতীকে পেয়েছেন ৯৪ ভোট, জাকের হোসেন ঘুড়ি প্রতীকে পেয়েছেন ৩৩৯ ভোট, আলী আক্কাস ফুটবল প্রতীকে পেয়েছেন ০৩ ভোট, আলী আজগর আপেল প্রতীকে পেয়েছেন ০১ ভোট পান।
উল্লেখ,নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পূর্ব ইউপির ৫নং ওয়ার্ড সদস্য মুসা মিয়াজী গত ৪ জুলাই মারা যান। তারপর থেকে ওয়ার্ডটির মেম্বার পদ শূন্য হয়।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৩ মন্তব্য
Pingback: อะไหล่มอเตอร์
Pingback: бюстгальтеры пуш ап
Pingback: ethereum news