নিজস্ব প্রতিনিধিঃ কুমিল্লা নাঙ্গলকোটের জোড্ডা ইউনিয়ন পূর্ব ছাত্রসমাজের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়।
সাধারণ শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগের ভিত্তিতে ধর্ষণবিরোধী এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে অংশ নেয় ইউনিয়নের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, যুবক, বৃদ্ধ, সমাজ সেবক সহ অনেকেই।
এসময় নারী, শিশু নির্যাতন, ছিনতাই, ধর্ষণ ও মাদকের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিতে থাকে মানববন্ধনে অংশ গ্রহণকারীরা।
ধর্ষনকারীরা দেশ ও জাতির শত্রু। তারা দেশের সুনাম ও জাতির সুনাম নষ্ট করছে। তাই ধর্ষনকারীদের গ্রেফতার করে দ্রুত বিচার এর আওতায় এনে সর্বোচ্চ বিচারের দাবি জানান বক্তারা। এছাড়াও ধর্ষনকারীদের সর্বোচ্চ সাজা মৃত্যুদন্ড আইনের দাবি জানান শিক্ষার্থীরা।
আর ভবিষ্যতে আর যেন এমন ঘটনা না হয় তার জন্য সমাজের সকলে এক হয়ে কাজ করার আহবান জানানো হয়।
সমাবেশে সারাদেশে নাগাতার ধর্ষণ ও নির্যাতনের সকল ঘটনার তিব্র নিন্দা জানানো হয়।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৬ মন্তব্য
Pingback: Buy Ozempic for weight loss usa
Pingback: av
Pingback: เว็บตรงฝากถอนง่าย
Pingback: Go X world's first self-driving
Pingback: clothing manufacturer
Pingback: redirected here