প্রচ্ছদ / নাঙ্গলকোট / নাঙ্গলকোটে নিহত বিএনপির নেতার পরিবারের পাশে দাড়ালেন ছাত্রনেতারা

নাঙ্গলকোটে নিহত বিএনপির নেতার পরিবারের পাশে দাড়ালেন ছাত্রনেতারা

মহসিনুর রহমান সজিব

করোনাভাইরাসের কারণে স্থবির হয়ে পড়েছে গোটা দেশ। এ অবস্থায় কঠিন সময় পার করছেন সাধারণ নিম্ন আয়ের মানুষকে। তাদেরকে সরকারের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছে।

এর ধারাবাহিকতায় নিহত এক বিএনপি নেতার পরিবারের পাশে দাঁড়িয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। জানা গেছে, বিগত ২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনের দিন ধানের শীষে ভোট দিতে গিয়ে নিহত হন নাঙ্গলকোট উপজেলার দৌলখাঁড় ইউনিয়নেল সোন্দাইল গ্রামের বিএনপি নেতা বাচ্চু মিয়া।

তার পরিবারকে ইফতারসামগ্রী সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য প্রদান করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের তত্ত্বাবধানে এসব সামগ্রী প্রদান করা হয়। এতে সার্বিক সহযোগিতা করেন বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জুবায়ের হোসেন নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল নেতা মাহফুজুর রহমান এম,এ

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …