রবিউল হোসাইন রাজু:-
করোনা সংকট পরিস্থিতিতে ব্যতিক্রম এক উদ্যোগ হাতে নিয়েছে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়নের প্রবাসীদের নিয়ে গঠিত সেচ্ছাসেবী সামাজিক ও মানবিক সংগঠন পাটোয়ার প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার সদস্য’রা।
উপজেলার পাটোয়ার প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে হতদরিদ্র, বেকার ও কর্মহীন শতাধিক পরিবারের মাঝে বিনামূল্যে ত্রাণ বিতরণ করা হয়।
এছাড়া যেসব পরিবারে খাদ্যসামগ্রী সংকট রয়েছে কিন্তু নিতে বিব্রতবোধ করেন তাদের বাড়ি বাড়ি গিয়েও বিনামূল্যে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন পাটোয়ার প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার প্রতিনিধিরা।
এ সময় উপস্থিত ছিলেন পাটোয়ার প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ইউসুফ ভুঁইয়া, সিনিয়র সহ সভাপতি কাজী বাসেদ, সহ সভাপতি মীর ইউছুপ, ছাত্র নেতা কাজী সিরাজ, আলোড়ন শিল্পীগোষ্ঠীর সদস্য শরিফ উদ্দিন ভুঁইয়া, পাটোয়ার প্রবাসী সমাজকল্যাণ সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ফাহাদ নুর, জাহাঙ্গীর আলম প্রমূখ।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৩ মন্তব্য
Pingback: Cbd vape pen uk
Pingback: Find out more
Pingback: เน็ต บ้าน ais