সিএন নিউজ নিজস্ব প্রতিবেদকঃ
আজ শনিবার সকাল ১০ ঘটিকায় নাঙ্গলকোটের উরুকচাইল পূর্বাশা সামাজিক সংঘের উদ্যোগে এতিম শিশুদের নিয়ে খাবারের আয়োজন করা হয়। উক্ত সংঘের সভাপতি সাইফুল ইসলামের তত্ত্বাবধানে এসময় সার্বিক সহযোগিতায় ছিলেন মন্জু, ফখরুল ইসলাম মামুন, নাসির হোসাইন, রেদোয়ান শিমুল, মোহতাছিম বিল্লাহ শিমুল, রিয়াদ হোসেন প্রমুখ।
এসময় এতিম শিশুদের এক বেলা খাওয়াতে পেরে উদ্যোক্তাদের সবার মাঝেই বিরাজ করে একরাশ প্রফুল্লতা। আগামীর দিনগুলিতে এমন আরও অনুষ্ঠান করে অসহায় ও দুঃস্থ মানবতার সেবায় এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন পূর্বাশা সামাজিক সংঘের স্বেচ্ছাসেবীরা।
উল্লেখ্য যে, ইতিপূর্বে করোনা মহামারিতে প্রায় পঞ্চাশোর্ধ পরিবারকে আর্থিক এবং খাবার সামগ্রি দিয়ে সহায়তা করেন উক্ত সামাজিক সংঘ।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৫ মন্তব্য
Pingback: see here
Pingback: ครูเกอร์
Pingback: fruit cocktail apk
Pingback: pinapp.lalumiere.com.kz
Pingback: แฟรนไชส์หม่าล่าทั่ง