শামীমুর রহমান, নাঙ্গলকোট
মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার,এ স্লোগান সামনে রেখে কুমিল্লার নাঙ্গলকোটে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকাল ১১ টায় উপজেলার ৭ নং হেসাখাল ইউনিয়ন পরিষদের একটি কক্ষে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করেন নাঙ্গলকোট থানার এস. আই মো: শফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ৭ নং হেসাখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল আহাম্মদ ভূঁইয়া , ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাতেন, ইউনিয়ন সচিব ইসমাঈল হোসেন, ইউপি সদস্য, জালাল আহাম্মদ, মোস্তফা,মামুন ফেরদৌসি বেগম, রোকসানা, মাস্টার শাহ আলম যুবলীগ নেতা কামাল সহ প্রমুখ।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৪ মন্তব্য
Pingback: Podívejte se sem
Pingback: แทงหวย24
Pingback: แบบบ้านหรู
Pingback: เอเจนซี่ศัลยกรรมจีน