মোঃ বশির আহমেদঃ
কুমিল্লার নাঙ্গলকোটে ঘুরতে গিয়ে বলাৎকারের শিকার হয়েছে ১১ বছরের এক শিশু। গত শুক্রবার বিকেলে উপজেলার পেড়িয়া ইউনিয়নের মগুয়া আল বাশারাত কো-অপারেটিভ সোসাইটির পরিত্যাক্ত মৎস্য প্রজেক্টের শ্যালু মেশিন ঘরে এ ঘটনা ঘটে।
শিশুটি বলাৎকারে জড়িত লম্পট আনা মিয়া (৫০) পেরিয়া ইউনিয়নের উত্তর শাকতলী ছাতিয়ারা পাড়ার মৃত- সোলতান আহাম্মদের ছেলে। এব্যাপারে শিশুটির পিতা বাদি হয়ে থানায় মামলা করেছে। পুলিশ এ ঘটনায় অনুষ্ঠিত সালিশ বৈঠক থেকে লম্পট আনা মিয়াকে (৫০) গ্রেফতার করে।
সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর ইউনিয়নের হাঁপানিয়া গ্রামের ১১ বছরের শিশুটি পাশের লালমাই উপজেলার তাজের ভোমরা হাফেজিয়া মাদ্রাসায় পড়তেন। সে মাদ্রাসা বন্ধ থাকায় গত শুক্রবার বিকেলে নাঙ্গলকোটের পেড়িয়া ইউনিয়নের মগুয়া বাজারের দক্ষিণে আল-বাশারাত কো-অপারেটিভ সোসাইটির পরিত্যক্ত মৎস্য প্রজেক্টের পাড়ে ঘুরতে যায়। এসময় লম্পট আনা মিয়া শিশুটিকে চকোলেটের লোভ দেখিয়ে শ্যালু মেশিন ঘরে ডেকে নিয়ে দড়ি দিয়ে হাত পা বেঁধে এবং গলায় চোরা ধরে জোর পূর্বক বলাৎকার করে। এ ঘটনায় শিশুটির পিতা বাদি হয়ে রোববার রাতে নাঙ্গলকোট থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা নাঙ্গলকোট থানার উপ-পরিদর্শক (এস আই) মুহাম্মদ আনোয়ার হোসেন খন্দকার বলেন, স্থানীয় মাতব্বররা সালিশ বৈঠকের মাধ্যমে ঘটনাটি মীমাংসার চেষ্টা করার খবর পেয়ে শালিস বৈঠকে অভিযান চালিয়ে ধর্ষক আনা মিয়াকে গ্রেপ্তার করা হয়। ভিকটিমের মেডিকেল পরীক্ষা শেষে জবানবন্দি রেকর্ড করা হবে।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে