রবিউল হোসাইন রাজু:-
আপনি ঘরে থাকুন পণ্য যাবে আপনার বাড়ি, এ স্লোগান’কে সামনে রেখে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের পরিকল্পনায় উপজেলা চত্বরে, ভ্রাম্যমান দোকানের উদ্বোধন করেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা লামইয়া সাইফুল।
তিনি বলেন, করোনা ভাইরাস প্রাদুর্ভাব জনিত পরিস্থিতিতে এ ভাম্যমান দোকান উপজেলা প্রশাসনের পরিকল্পনায়, ন্যায্য মূল্যে পণ্য ঘরে ঘরে পৌছানোর জন্য এ ক্ষুদ্র প্রয়াস হাতে নিয়েছি আমরা। আপনারা সবাই ঘরে থাকুন, ভ্রাম্যমান দোকান আপনার কাছে যাবে, ঘরে বসে পন্য কিনুন নায্য মূল্যে। সবাইকে করোনা সংকট পরিস্থিতিতে সচেতন থাকতে বলেন তিনি।
ভ্রাম্যমান দোকান পরিচলানার জন্য রয়েছেন শহীদুল ইসলাম বেছু একজন কর্মকর্তা। এ ভ্রাম্যমান দোকান উপজেলার বিভিন্ন স্থানে গিয়ে সেবা দিবেন, এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপজেলার লোকজন তারা বলছেন ঘরে বসেই যদি এমন সেবা পাওয়া যায় তা হলে অযথা বাজারে গিয়ে লাভ কি! সবাই ঘরে থাকুন অন্যকে নিরাপদে রাখুন।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৩ মন্তব্য
Pingback: Christian Self Help
Pingback: สินค้ากิฟฟารีน
Pingback: จำนำรถ