প্রচ্ছদ / কুমিল্লা ও নাঙ্গলকোট / নাঙ্গলকোটে ভয়াবহ অগ্নিকান্ডে বসতঘরসহ দুটি ঘর ভষ্মীভূত

নাঙ্গলকোটে ভয়াবহ অগ্নিকান্ডে বসতঘরসহ দুটি ঘর ভষ্মীভূত

মো. সোহরাব হোসেন,নাঙ্গলকোট।

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় পাটোয়ার গ্রামে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

উপজেলার হেসাখাল ইউনিয়নের পাটোয়ার গ্রামের দক্ষিনপাড়া কিল্লা পুকুর পাড় কৃষক কাজী আবুল হাসেমের বাড়িতে বৃহস্পতিবার সকাল আটটার সময় অগ্নিকান্ডের ঘটনা ঘটে।এসময় বসতঘর ও রান্নাঘর দুটিই আগুনে পুড়ে ছাঁই হয়ে যায়।এতে বসত ঘরে থাকা টাকা-পয়সা কাগজ-পত্র ও আসবাবপত্র সকল মালামাল পুঁড়ে যায়। এতে সব মিলিয়ে প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়। আগুনের তীব্রতা এত ছিল যে স্থানীরা বহু চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রনে আনতে পারে নাই।

স্থানীয় সূত্রে জানা যায়,প্রথমে রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে, পরে বসত ঘরটি পাকঘরের পাশে ছিল বলেই বসত ঘরেও আগুন লেগে যায়।এতে দুটি ঘরেই আগুনে ভষ্মীভূত হয়ে যায়।

ক্ষতিগ্রস্থ আবুল হাসেম বলেন,আগুনে আমার দুটি ঘরের কিছুই নেই ধান চাউলগুলো পর্যন্ত পুঁড়ে ছাঁই হয়ে গেছে।এখন আমি নিরুপায়।আমার আর মাথা গোঁজার কোন ঘর নাই।আমি শেষ।

স্থানীয় বাসিন্দা পলাশ জানায়, খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. জালাল আহমদ ভূঁইয়া সাড়ে বারটার সময় ঘটনাস্থলে ছুঁটে যান এবং অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বাড়ি-ঘর পরিদর্শন করেন।এসময় উপস্থিত ছিলেন স্থানীয় মেম্বার মোস্তফা কামাল,আ’লীগ নতা আলহাজ্ব তাজুল ইসলাম মিয়াজি,উপজেলা যুবলীগ নেতা নজরুল ইসলাম পলাশ,হেসাখাল ইউনিয়ন যুবলীগ সেক্রেটারি লিটন মিয়া।ছাত্রলীগ নেতা মনিরুল ইসলাম,সমাজ সেবক মিন্টু খন্দকার প্রমুখ।পরিদর্শন কালে চেয়ারম্যান জালাল আহমদ ভূঁইয়া ক্ষতিগ্রস্থ কৃষককে শান্তনা দেন এবং ঘর দরজা করে দেয়াসহ বিভিন্ন সাহায্য সহযোগীতা করার আশ্বাস দেন।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …