প্রচ্ছদ / কুমিল্লা ও নাঙ্গলকোট / নাঙ্গলকোটে মাদক মামলায় সাজাপ্রাপ্ত -তিন

নাঙ্গলকোটে মাদক মামলায় সাজাপ্রাপ্ত -তিন

রিজওয়ান মজুমদার গিলবাটঃ-

কুমিল্লা নাঙ্গলকোটে গত রবিবার ও সোমবার নাঙ্গলকোট থানা পুলিশের পৃথক অভিযানে মাদক মামলায় আটকৃত তিন আসামীকে ২০১৮ সালের মাদক নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের সাজা প্রধান করা হয়েছে। সাজাপ্রাপ্ত আসামীরা হলেন- উপজেলার পশ্চিম নোয়াপাড়া গ্রামের মৃত ফারুকের ছেলে মোশারফ হোসেন, পূর্ব দৈয়ারা গ্রামের মাহবুবুল হকের ছেলে আবু তাহের এবং নগরীপাড়া গ্রামের মৃত মফিজের ছেলে মো:লোকমান হোসেন কে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতে তিনজনকে এক বছরের সাজা প্রধান করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজেস্টেট সাজেদুল ইসলাম।

নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাটানো হয়েছে। নাঙ্গলকোটকে সন্ত্রাস ও মাদকমুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এছাড়াও চেক করুন

নাঙ্গলকোট সাংবাদিক সমিতির কমিটি গঠন

স্টাফ রির্পোটার: কুমিল্লার নাঙ্গলকোট সাংবাদিক সমিতির কমিটি গঠন ৩০ জুন শুক্রবার দিনব্যাপী নাঙ্গলকোট পৌরসভার জাকের …

৫ মন্তব্য