
শামীমুর রহমান,
———————–
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল বাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসার একটি কক্ষ থেকে জামাল হোসেন (৫০) নামের মানসিক ভারসাম্যহীন এক ব্যাক্তির লাশ উদ্ধার করে নাঙ্গলকোট থানা পুলিশ। খবর পেয়ে শনিবার বিকেলে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জামাল হোসেন মক্রবপুর ইউপির মক্রবপুর পশ্চিম পাড়ার জয়নাল মেস্ত্রীর ছেলে।
স্হানীয় ও পুলিশ সূত্র জানায়,রাস্তার চলাচলকারী পথচারীরা দূর্ঘন্ধ পেয়ে মাদ্রাসার নাইটগার্ডকে খবর দেয়। নাইটগার্ড উঁকি দিয়ে লাশ দেখে থানায় খবর দেয়।পরে নাঙ্গলকোট থানা পুলিশ ঘটনাস্থলে এসে অর্ধগলিত লাশটি দেখতে পায়।
নাঙ্গলকোট থানার ওসি মোঃ বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৬ মন্তব্য
Pingback: ufabet789
Pingback: fvg คือ
Pingback: Axi Select
Pingback: จอสัมผัสอัจฉริยะ
Pingback: Villa for sale in phuket
Pingback: 電子 菸 推荐