নিজস্ব প্রতিনিধিঃ-
মৌলিক সাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা)’র আওতায় নাঙ্গলকোট উপজেলার শিক্ষক সুপারভাইজারদের ৫দিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মৌলিক সাক্ষরতা প্রকল্পের শিক্ষক সুপারভাইজারদের ৫দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা লামইয়া সাইফুল।
সুহৃদ কমপ্লেক্স এ আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুহৃদ একে কলেজের অধ্যক্ষ ড, হারুনর রশীদ মজুমদার। এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে মৌলিক সাক্ষরতা বুনিয়াদি প্রশিক্ষণ উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান গণ।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৫ মন্তব্য
Pingback: Magic mushroom tincture Canada
Pingback: รับแฮกเฟส
Pingback: Shinkolite
Pingback: ข่าวโลจิสติกส์
Pingback: Villa for Rent in Phuket