রবিউল হোসাইন রাজুঃ-
দিনে দুপুরে মোটর সাইকেলে করে তিন জন ব্যক্তি ব্যাংকের লোক পরিচয় দিয়ে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার, জোড্ডা ইউনিয়নের মান্দ্রা গ্রামের রাবেয়া আক্তার (২০) নামে এক গৃহবধূকে গত ২৮ তারিখ রবিবার সকাল ১১ টায় গণধর্ষণ করে নিজ বাড়িতে নির্মম ভাবে হত্যা করে।
এমন নির্মম জঘন্য হত্যাকান্ডের প্রতিবাদে সোমবার বিকাল ৩ টায় নাঙ্গলকোট পৌর সদরের নাঙ্গলকোট সরকারি কলেজে গেইট এ ওমর ফারুক নামে চট্টগ্রাম কলেজ অনার্স পড়ুয়া এই শিক্ষার্থী ধর্ষকদের শাস্তির দাবিতে প্লেকার্ড হাতে ও দেওয়ালে ঝুলিয়ে মৌন প্রতিবাদ করেন। এবং মঙ্গলবার বেলা ১২টায় ধর্ষক হত্যাকারিদের ফাঁসি চেয়ে নাঙ্গলকোট সরকারি কলেজ গেইটে মানববন্ধনের ঘোষণা দেন।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৭ মন্তব্য
Pingback: internet page
Pingback: Guns for sale usa
Pingback: PG WALLET สล็อตเว็บตรง
Pingback: Plinko igra
Pingback: โปรโมชั่นจาก SUPERSLOTMAX
Pingback: look at here
Pingback: magic mushroom gummies for sale