মোঃ সোহরাব হোসেন,নাঙ্গলকোট ।।
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ভূলুয়াপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার “সততা সংঘ”র উদ্যোগে রচনা, বিতর্ক প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ও কৃতি ছাত্রদের সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন কুমিল্লা অঞ্চলের আর্থিক সহায়তায় বুধবার মাদ্রাসা মিলনায়তনে সহকারি সুপার মাওঃ মিজানুর রহমানের সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি ও মক্রবপুর ইউনিয়ন আ’লীগের সদস্য সচিব ডাঃ জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক মোহাম্মদ সোহরাব হোসেন,সমাজ সেবক মো.হায়াতুন নবী,মোঃ দুলাল,ম্যানেজিং কমিটির সদস্য আবুল কালাম,নিজাম উদ্দিন প্রমুখ।এসময় উপস্থিত ছিলেন সমাজ সেবক হাজী আবুল বশর,হাজী আবদুল মালেক ,অবঃ আর্মি আবদুল গফুর, মাস্টার আবুল হাসেম মোঃ রুহুল আমিনসহ অনেক গণ্য মান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাকছুদের রহমান ও জসিম উদ্দিন।পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শেষে মাদ্রাসা ছাত্রদের অংশগ্রহন ও পরিচালনায় নির্মিত দুর্নীতি বিরোধী নাটক “চেয়ারম্যানের দুর্নীতি” প্রদর্শিত হয়।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৬ মন্তব্য
Pingback: casino games
Pingback: rent wedding rings
Pingback: Plinko app
Pingback: Go X electric vehicles
Pingback: Sugar Rush 1000 Philippines
Pingback: เทปใส