আবদুল্লাহ আল রাকিব, নাঙ্গলকোট প্রতিনিধিঃ
কুমিল্লার নাঙ্গলকোটে শীতকালীন সবজি চাষ করে লাভের মুখ দেখছেন কৃষকরা। শীতকালীন সবজি চাষে কৃষকদের এবার বাম্পার ফলন হয়েছে। নাঙ্গলকোটে বিভিন্ন বাজারে ঘুরে দেখা গেছে কৃষকের মুখে ছিল হাসির ঝিলিক।বেগুন,মূলা, ফুলকপি,বাধাঁকপি,টমেটো, শীম, বরবটি,লাল শাক ছিছিঙ্গা,সহ হরেক রকম শীতকালীন সবজি জমে উঠেছে নাঙ্গলকোটের বিভিন্ন বাজারে। সরেজমিনে গিয়ে দেখা যায়, শীতকালীন সবজি বিক্রি হচ্ছে ক্রেতাদের নাগাড়ে। বেগুন বিক্রি হচ্ছে ৪০ টাকা, মূলা ৫০ টাকা, ফুলকপি ৩৫ টাকা, বাধাঁকপি ৩০ টাকা, টমেটো ৬০, শীম ৫০, বরবটি ৬০, লালশাক ২০-২৫, কেজি দরে বিক্রি হচ্ছে। এবার সরকারের পক্ষ থেকেও বাজার মনিটরিং ব্যবস্থা করছে সরকার। কোথাও অতিরিক্ত দাম নিলেই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নাঙ্গলকোটের এই শীতকালীন সবজি দেশের বিভিন্ন জায়গায় যায়। তাই কৃষকরা আশানুরুপ দামও পাচ্ছে। এ কারনে তাদের চোখে মুখে বিরাজ করছে হাসির ঝিলিক। এই দিকে কৃষকরা যেমন অর্থনৈতিক ভাবে লাভবান হচ্ছেন তেমনি উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। কৃষকদের এই বেচা কেনা প্রতিদিন ভোর হতে দুপুর পর্যন্ত এই চিএ দেখা মেলে নাঙ্গলকোট বিভিন্ন এলাকাজুড়ে। নাঙ্গলকোটের কৃষক খরা,বন্যা,প্রাকৃতিক দুর্যোগসহ নানা প্রতিকূলতার সাথে তাল মিলিয়ে বিভিন্ন প্রকার ফসলের চাষাবাদ করে এ অঞ্চলের মানুষ জীবিকা নির্বাহ করেন।উপজেলার আদ্রা,হেসাখাল, মক্রবপুর, ঢালুয়া, বাঙ্গড্ডা সহ বিভিন্ন এলাকায় কৃষকরা ফসল ফলান। আমাদের দেশ কৃষি প্রধান দেশ। এদেশে প্রায় ৮০%লোক কৃষি কাজ করে থাকেন। তারা আমাদের দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে থাকেন। কৃষকরা রোধে শুকিয়ে বৃষ্টিতে ভিজে আমাদের খাদ্য নিবারনে সাহায্য করে চলছেন।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে