আব্দুল্লাহ আল রাকিব:
কুমিল্লা জেলার নাঙ্গলকোটের হেসাখালে আগাম শীতের সবজি চাষ করে লাভের মুখ দেখছেন কৃষকরা। গতকাল বিভিন্ন এলাকায় সরেজমিনে গিয়ে, কৃষকদের সাথে কথা বলে তাদের ফসলের কথা জানতে চাইলে দেখা যায়, কৃষক মুখে ছিল হাসির ঝিলিক। এই সময় শাহআলম নামে একজন কৃষক বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলন হবে আশা করি। মূলা, লাউ, কুমড়া, গোল মরিচ, বেগুন, লালশাক, বরবটি, শিম, করলা, চিচিঙ্গাসহ,আরও অনেক রকমের সবজি চাষ করে। উৎপাদিত সবজি জেলা উপজেলা পার্শ্ববর্তী বিভিন্ন জেলার হাট-বাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়া হয়।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৭ মন্তব্য
Pingback: Digital Download Clip Art PNG
Pingback: ซื้อเหล้าออนไลน์
Pingback: Giffarine
Pingback: สล็อต 369 joker
Pingback: โบลเวอร์ kruger
Pingback: บริษัทรับสร้างบ้าน
Pingback: สี2in1