রিজওয়ান মজুমদার গিলবাট
কুমিল্লার নাঙ্গলকোটে সাবেক অতিরিক্ত সচিব পদমর্যাদার ইকোনমিক ক্যাডারের কর্মকর্তা ডিভিশনাল চীফ ও বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের এর কুলখানি অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের বড়কালী গ্রামে প্রয়াত এই সচিবের নিজ বাড়ীতে পারিবারিক আয়োজনে কুলখানিতে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ফাতেহাসহ কোরআন তেলাওয়াত, দরুদ পাঠ এবং দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
কুলখানিতে স্থানীয় রাজনৈতিক, সাংবাদিক, পেশাজীবি ও নানা শ্রেণী পেশার মানুষ এবং এলাকাবাসীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। এ সময় আবুল খায়ের এর বড় ছেলে ও নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ খায়ের মুুুুহাম্মদ সোবহান অনিকসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম পাটোয়ারী, লে. কর্ণেল আনোয়ার হোসেন, শাহাজাহানপুর থানার ওসি আবু ইউছুফ চৌধুরী, মেহেদী হাসান ভূঁইয়া আজিম এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৬ মন্তব্য
Pingback: Cafe in Roseville
Pingback: pg168
Pingback: joka room casino
Pingback: monix bet
Pingback: Angthong National Marine Park
Pingback: ติดเน็ตบ้าน ais