কুমিল্লার নাঙ্গলকোটে প্রা’ণঘাতী ক’রোনাভা’ইরাস সং’ক্রামণরো’ধে উপজে’লা প্রশা’সন ও কুমিল্লা সেনানিবাসের ১৬ প্যারা পদাতিক ব্যাটালিয়ানের যৌথ বিশেষ অ’ভিযানে উপজে’লার ঢালুয়া ইউনিয়নের মান্নারা গ্রামে এক প্রবাসীর বিবাহ পণ্ড করা হয়েছে।
এ সময় কনের পিতার থেকে মুচলেকা নিয়েছে উপজে’লা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল। বর উপজে’লার রায়কোট দক্ষিণ ইউনিয়নের মন্তলী গ্রামের মৃ’ত আব্দুর রবের ছেলে মালয়শিয়া প্রবাসী মো. নাহিদ।
এ ছাড়াও উপজে’লার বাগমারা, শ্রীহাস্য, জোড্ডা, দৌলখাঁড়, বক্সগঞ্জ ও মান্নারা বাজারে অ’ভিযান চালানো হয়। বিভিন্ন বাজারে উপজে’লা প্রশা’সন ও সেনাবাহি’নীর পক্ষ থেকে মাইকিং করে সচেতনতা মূলক নানান দিক নিদের্শনা দেওয়া হয়।
সেনাবাহি’নীর পক্ষ থেকে দরিদ্রদের মাঝে মাস্ক, হ্যান্ড গ্লাভস ও লিফলেট বিতরণ করা হয়। অ’ভিযানে অংশগ্রহণ করেন উপজে’লা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল, সহকারী কমিশনার ভূমি মিল্টন বিশ্বাস, সেনাবাহি’নীর ক্যাপ্টেন আরাফাত, নাঙ্গলকোট থা’নার উপ পরিদর্শক আনোয়ার হোসেন খন্দকার ও সেনা এবং পু’লিশ সদস্যরা
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৬ মন্তব্য
Pingback: great site
Pingback: joker stoker casino
Pingback: ufa569
Pingback: 煙彈
Pingback: ปลูกผม
Pingback: sexy168