রবিউল হোসাইন রাজু।
রমজানকে সামনে রেখে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার প্রত্যেক বছরের ন্যায় এবারও কিনারা পুরো গ্রামে লাইটিং এর ব্যবস্থা করলেন সামাজি সংগঠন কিনারা আল খিদমাহ ফাউন্ডেশন।
কিনারা আল খিদমাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা লোকমান হোসেন মিয়াজী জানান গত রমজানের আগে পুরো গ্রামে লাইটিং এর ব্যবস্থা করে করেছিলাম বছর ঘুরে আসায় অনেকটা নষ্ট হয়ে যাওয়াতে রাত্রে মুরুব্বীরা মসজিদে যেতে কষ্টদায়ক হয় এইজন্য গত কয়েকদিন আগে কিছু মেরামত করেছি তাও কিছু কিছু দুষ্কৃতকারী লাইট গুলা নষ্ট করে ফেলে।
এবার আল খিদমাহ ফাউন্ডেশন ভালো মানের এলইডি লাইট লাগিয়েছেন যেন চোর চুরি বা নষ্ট না করতে পারে,
কিনারা গ্রামের অনেক জায়গায় প্রায় 20 টার বেশি এলইডি লাইট লাগিয়েছেন যেন বিদ্যুৎ না থাকলে এই লাইট সারারাত জ্বলবে আবার সূর্য উঠার সাথে সাথে অটোমেটিক অফ হয়ে যাবে।
এছাড়াও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অসহায় হতদরিদ্রদের মাঝে ফ্রী চিকিৎসা পত্র সহ আরো অনেক সামাজিক কাজ করে যাচ্ছেন কিনারা আল খিদমাহ ফাউন্ডেশন।
লোকমান হোসেন মিয়াজী বলেন সকলের প্রচেষ্টা এই সংগঠন অনেক দূর এগিয়ে চলছে ভবিষ্যতে আরো অগ্রগতি হবে।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
